সবাই তো দুই চোয়ালেই খায়
কেউ কম আর কেউ বেশি
কিন্তু কেউ কেউ আছে এমনই
দু'দুটো জিভ নেড়ে কথা কয়
যখন যেমন সুবিধে
কিংবা যখন যেমন খুশি
যারা ধুলোতে ল্যাটকাতে পারে নিশ্চিন্তে
বোকা গালিব কখনোই ছিলনা তাদের একজন
হায় সুদর্শন চাঁদ !!!
চির ছোকরা তুমি রয়েই গেলে!
কালোদের, সবুজদের, সাদা, লাল আর হলুদদেরও গানে
করুনা ও ধর্ম রয়েছে যাদের
তারা ত্যাগ করতে পারে সব
চোখে দেখা রাজারা রাজা তো নয় আসলে কেউই
বিভ্রমের পৃথিবী, হায় !!!
চির মায়াবিনী রয়েই গেলে তুমি!
তবে বলি কি, পারো তো ছুঁয়ে দেখাও বৈরাগী প্রেমিককে...
No comments:
Post a Comment