কাঁদো
কিছুটা কান্নার ভাগ তুমিও নাও
সময়টা ছিল তারুন্যের
কিন্তু মৃত্যু এসে ছিনিয়ে নিল সবকিছু
বুকের ভেতরে হুহু
মনে হয় ছাই হয়ে মিলিয়ে যাই বাতাসে
তবু
তুমিও কাঁদো কিছুটা
কাঁদতে কাাঁদতে ঘুমিয়ে পড়বে, দেখো,
একে ঘুম বলেনা, জানো তো,
এ হলো প্রাণহীন কান্না
সময়টা ছিল তারুন্যের
কিন্তু মৃত্যু এসে ছিনিয়ে নিল সবকিছু
হায়
আকাশ চিরে দিতে পারতো সে তারুন্যের তেজ
আর বৃষ্টি হয়ে নামতে পারতো সৃষ্টিশীল ধরিত্রীর বুকে
ক্ষমা কোরো আমায়
এই মৃত তারুন্যের নিষ্ফল কান্না
তোমার চোখ থেকেও ঝরুক কিছুটা
No comments:
Post a Comment