অচেনা সময় বলে যায়
"আমি হারালাম সব চকচকে দিন
আর হারিয়েও গেলাম চিরতরে"
আমি তথৈবচ চিরকালের
চির অচেনা সময়ে
পরিচয় খুঁজে খুঁজে
নিঃস্ব হয়েছি বহুকাল হলো
হাসির তোড়ে লুটোপুটি খেয়ে নিয়ে
আমিও দম ফেলতে ফেলতে বলি
অচেনা সময়, তুমি থাকো চির অচেনাই
আমি হারাতে রাজি আছি যত কিছু চকচকে
আর হারিয়ে তো গেছি বহু আগেই
অন্ধকার ক্ষমাহীন সত্যের অরণ্যে
No comments:
Post a Comment