আমাদের ঈশ্বর নেই কোন
আমাদের আছে
আকাশের ওপারে আকাশ
দেয়ালের ওপারে দেয়াল
সত্যের ওপারে সত্য
গল্পের ওপারে গল্প
আমাদের ঈশ্বর যদি বা থাকে
সে হয় না আমাদের কোনদিন
তাই আমাদের আছে
রাতের ওপারে রাত
পথের ওপারে পথ
ঘৃণার ওপারে ঘৃণা
নিস্তব্ধতার ওপারে নিস্তব্ধতা
আমাদের ঈশ্বর যদিও বা হয়
সে চিৎকার করে বলে
"চুপ!!! একটাও কথা নয়!"
তাই আমাদের আছে
পিঠের ওপারে পিঠ
অভিমানের ওপারে অভিমান
একাকিত্বের ওপারে একাকিত্ব
মৃত্যুর ওপারে মৃত্যু
No comments:
Post a Comment