প্রবল সন্ধ্যা আজ শহরে
শেষ বসন্তের প্রথম ঝড় দুষ্কৃতি ডাকাতের মতো
যেন ঢুকে পড়তে চাইছে দরজা জানলা ভেঙ্গে
আমি বসে আছি অন্ধকার ফ্ল্যাটে
একলা একান্তে অকাট শান্ত হয়ে
মাথার ভেতর ভেঙ্গে চুরে দুমড়ে মুচড়ে পড়ে থাকা অতীত ও বর্তমানের শবদেহরা
আকাশের দুচোখ জুড়ে গভীর কালো ছোপ জমে বসেছে
ঘুমোয় নি হয়তো ক্লিশ আকাশ বহুদিন গভীর কোন যন্ত্রণায়
মাঝে মাঝে বিদ্যুৎ চমক আকাশ থেকে
মেঘদূতেদের গুড়গুড় অস্পষ্ট থেকে অস্পষ্টতর হয়ে মিলিয়ে মিলিয়ে যায় বারবার
বাতাসের তাপমাত্রা ও গন্ধ বলছে বৃষ্টি নামবে
এই প্রবল সন্ধ্যার অন্ধকারে তোমাকে কাঁদাবোই কাঁদাবো
No comments:
Post a Comment