বন্ধুরা, মনে আছে?
আমাদের যখন জন্ম হল
বাড়িতে ডাকাত ঢুকে পড়েছিল
পাঁচিল টপকেছিল
বন্দুক হাতে ছিল
ওদের মুখোশে মুখ ঢাকা ছিল
কিন্তু ঠিক জানতাম ওরা সব কারা
ঠিক জানতাম ওরা সব কারা
ওরা দড়ি দিয়ে বেঁধেছিল
হাত পা আমাদের লুটেছিল
সবকিছু তারপর শাসিয়েছিল
কারন ঠিক জানতাম ওরা সব কারা
ঠিক জানতাম ওরা সব কারা
আমরা মিলেনিয়াম জেনারেশান
সবাই চেনে আমাদের হুম
সবাই চেনে আমাদের হুম
বন্ধুরা, মনে আছে?
আমাদের বাবা মা রা
খবর রাখতো এই পৃথিবীর
রাতদিন ছুটতো
অনেক টাকা কামাতো
ওরা ভাবতো আরো চাই আরো চাই
কিন্তু জানতো না কি চাই আমরা
জানতো না কি চাই আমরা
ওরা দিয়েছিল সবকিছু
সেরাটাই চেয়েছিল
আমাদের চোখে মুখে
নিজেদেরই দেখেছিল
শুধু জানতো না কি চাই আমরা
জানতো না কি চাই আমরা
আমরা মিলেনিয়াম জেনারেশান
সবাই চেনে আমাদের হুম
সবাই চেনে আমাদের হুম
বন্ধুরা, মনে আছে?
আমাদের রাষ্ট্রতন্ত্র
আমাদেরই নামে ধামা ধরতো
রাতদিন খসড়া
করেছিল কিন্তু ঠিক
ভুলেছিল চোখেরই সামনে
বড় হচ্ছি আমরা
তাই দূর্নীতিকেই দিয়ে যেত পাহারা
দূর্নীতিকেই দিয়ে যেত পাহারা
ওরা পুষতো ডাকাতদল
শুষে নিত শিক্ষা ও শিল্প
কেড়ে নিত ছোট বড় স্বপ্ন আর
দিনশেষে গুঁজে দিত টাকা
আর দূর্নীতিকেই দিয়ে যেত পাহারা
দূর্নীতিকেই দিয়ে যেত পাহারা
আমরা মিলেনিয়াম জেনারেশান
সবাই চেনে আমাদের হুম
সবাই চেনে আমাদের হুম
বন্ধুরা, মনে আছে?
বিজ্ঞান আমাদের প্রিয় ছিল
রাতদিন আমরা ঘুরতাম
দেশ আর বিদেশে খেলতাম
ভিডিও গেমস আর ঘরেই
সারাজীবন কাটাতাম
শত কেউ ডাকলেও দিতাম না সাড়া
কেউ ডাকলেও দিতাম না সাড়া
ভার্চুয়াল সোশালাইট হয়েছিলাম
আমরা মিথ্যা ভালবেসেছিলাম
মারন নেশাতে বুঁদ হয়ে
সত্য ও বাস্তব ভুলেছিলাম
তাই কেউ ডাকলেও দিতাম না সাড়া
কেউ ডাকলেও দিতাম না সাড়া
আমরা মিলেনিয়াম জেনারেশান
সবাই চেনে আমাদের হুম
সবাই চেনে আমাদের হুম
বন্ধুরা, মনে আছে?
ঝকঝকে সুপারস্টোরগুলো
আমাদের জন্যই
ভরে থাকতো পণ্যয়
রাতদিন মাথা খেত
ঘরেই পৌঁছে যেত
দিত সব জঞ্জালী বিজ্ঞাপনি তাড়া
সব জঞ্জালী বিজ্ঞাপনি তাড়া
ওরা জানতো কি যে চলে
আমাদের মগজে আর
সন্মোহন করে আমাদের
মগজকে দৌড়াতো
দিত সব জঞ্জালী বিজ্ঞাপনি তাড়া
সব জঞ্জালী বিজ্ঞাপনি তাড়া
আমরা মিলেনিয়াম জেনারেশান
সবাই চেনে আমাদের হুম
সবাই চেনে আমাদের হুম
বন্ধুরা, মনে আছে?
আমাদের ঘাড়ে বেঁধা ছিল গোয়েন্দা
আমাদের সবকিছু ওরা
জেনে নিত কখনো ঘুমাতো না
ঘুমাতেও দিত না যখন যা খুশি
তাই নিত করিয়ে
হুম ওদেরই দাস ছিলাম আমরা
ওদেরই দাস ছিলাম আমরা
ওদের খবরদারিতে প্রতিদিন
ক্ষয়ে যেতাম হতাশায়
আর ওরা বেচতো আমাদের
অনুভুতি স্বপ্ন সম্মান
কারন ওদেরই দাস ছিলাম আমরা
ওদেরই দাস ছিলাম আমরা
আমরা মিলেনিয়াম জেনারেশান
সবাই চেনে আমাদের হুম
সবাই চেনে আমাদের হুম
বন্ধুরা, মনে আছে?
পৃথিবীটা পৌঁছেছিল ধ্বংসের প্রান্তে
সভ্যতার উত্তাপে বরফ
গলেছিল রাসায়নিক পদার্থে
সমুদ্র বিষিয়েছিল
প্রাণীরা গাছেরা মরেছিল
প্রতি ঘরে বাসা ছিল মৃত্যুর
তাই শ্বাস নিতেও ভয় পেতাম আমরা
শ্বাস নিতেও ভয় পেতাম আমরা
আমারা ছিলাম উদ্বাস্তু
যুদ্ধ লেগেছিল দেশে দেশে ঘরে ঘরে
মগজে মগজে লড়ে লড়ে আমরা
নিজেকেও করতামনা বিশ্বাস
বাতাসে শ্বাস নিতেও ভয় পেতাম আমরা
শ্বাস নিতেও ভয় পেতাম আমরা
আমরা মিলেনিয়াম জেনারেশান
সবাই চেনে আমাদের হুম
সবাই চেনে আমাদের হুম
https://youtu.be/p5QfyF9pkHU
No comments:
Post a Comment