Tuesday, January 5, 2021

বাগধারা চরিত

অকটবিকট অক্কা পাবে অকর্মার ধাড়ি

অগ্নিবাণে অথই জলে অতিচালাকের নাড়ি


আউড়ে তাকায় আঁখি ঠারে আঁজলপাঁজল গাড়ি

আথালিপাথালি আছাড় খায় আচমকা সুন্দরী


ইঁচড়ে পাকা ইঁদুর কলে ইতি উতি ভাবে

ইতি টানে ইন্দ্রপতন তাই ইষ্টনামে কাঁপে


উচিত শিক্ষা উচিত শাস্তি উচিত সময়ে পাবে

উটক-পাটক উটকো কথায় উল্টো বিপদ হবে


ঊনপাঁজুরে ঊনখেজুরে ঊর্ধ্বনেত্রে তাকায়

ঊনকোটি চৌষট্টি সমস্তটাই চায়


এই বেলা এওজ-তরাজ এঁটে ওঠা দায়

এক আঁচড়ে এসপার-ওসপার, একা দোকা ঠায়


ওই কি বলে, ওই পর্যন্তই, ওজন করা প্রেম

ওতে ঘাতে চলতে পারলে ওজন দরে কেন


কঞ্জুসের ভাত্তাখোড়ে দিবানিশি কর্ম সারে, কওয়ার কথা নয়

কাঁচা ওলে পা না দিলে, কাগাবগা না করলে,

কাটান ছেঁড়ান হয়?


খচিয়ে দিয়ে খচখচানি খড়ের আগুন ধরায়

খুদে রাক্ষসের খিল ধরবে খ‍্যাঁচামেচির চিপায়


গজরগজর গছিয়ে দিতে গড়গড়িয়ে চলে

গেঁড়ে বসেও গজাল ঠোকে গান্ডেপিন্ডে গিলে


ঘটি-চোর ঘন্টা গরুড় ঘটিরামের ছানা

ঘা-করানী, ঘর-জ্বালানী শেখেনা ঘাট মানা


চই চই চই চকমকানো চকরা-বকরা জামা

দেখলে চক্ষু চড়ক গাছ চঙলমারা প্রেমা


ছক কেটে যায় ছন্দেবন্দে ছরাদ করাই সার

ছাই দিয়ে যায় বাড়া ভাতে ছালনচাখা ছার


জোচ্চোরেতে জগ দিয়ে যায় গোপনে জুত মতো

জোঁকের মুখে নুন পড়বে ঠিক জন্মের মতো


ঝকমারির ঝলসা কানায় ঝাঁটা পিটিয়ে যায়

ঝোঁকের মাথায় ঝিঁ ঝিঁ ধরে ঝোলঅম্বল এক হয়


টেনে বুনে টক্কর খেয়েও টঙস টঙস হাঁটা

ট‍্যা-ফোঁ হাঁড়ি টোল খেয়ে যায়, গরম দেখায় টাকা


ঠাউরে দেখা ঠাওর করা ঠিকে ঝিয়ের কাজ কি?

ঠুঁটো জগন্নাথ ঠান্ডা মারে ঠেলা মারায় আজ কি?


ডজন ডজন ডবকে ওঠার ডগমগানো হাসি

ডুকরে কাঁদায় ডাহা মিথ‍্যে, ডিগবাজি খায় রাশি


ঢং করা ঢনা ধরা ঢাক পিটিয়ে গায়

ঢলঢলিয়ে ঢপের কেত্তন ঢেউ খেলিয়ে যায়


তত্ত্ব করে, তল করে না, তক্কে তক্কে থাকে

তাগাড়মাখা তারিয়ে খেলেও তাসের ঘর বাঁকে


থৈ থৈ থৈ থলথলে থপথপাথপ হাঁটে

থু থু করে থোবড়া নেড়ে, থ‍্যাবড়ানো নাক বাঁটে


দয়ে মজানো দক্ষযঞ্জ দক্ষিণ হাতের কাজ নয়

দড়ি ছেঁড়া দমবাজেদের দরজা দেয়াই ঠিক হয়


ধরনা দেবে, ধাওয়া করবে, ধস্তাধস্তি শেষে

ধান শুনতে কান শুনলে ধর্মে সইবে কি সে?


নাক উঁচিয়ে নরম গরম নগদ বিদায় দিলে

নেমকহারামের নবাবি চাল দেখবে নোনা জলে


পটোলচেরা চোখের সাথে পটোল তোলা ফ্রি

পঁচা শামুকে পা টা কেটে পঞ্চত্ব প্রাপ্তী


ফপর দালাল ফড়ফড় করে, ফাঁক করে দেয় পকেট

ফাঁড়া কাটানোর ফাঁকা আওয়াজে ফাঁপ ধরে যায় পেট


বজ্র আঁটুনি ফষ্কা গেরো বগলদাবা গাঁট্টি

বয়সকালের বদলা নিতে বালির বাঁধে ঘাঁটি


ভবলীলা সাঙ্গ হবার ভয়েই কেঁচো হওয়া

ভিটে মাটি চাঁটি হলে ভুতের বোঝা বওয়া


মই কেড়ে নেয় গাছে তুলে, মগের মুলুক না কি?

মটকা মেরে থাকলে পড়ে, মড়াকাঁদা যায় কি?


যখনকার যা তখনকার তা, যদু মধুর জীবন

যেমন দেবা তেমন দেবী, যো-সো, যেমন তেমন


রকবাজিতে রক্তগঙ্গা বইতে পারে রোজ

রগরগে সব রদবদলের রাঙা মুলোর খোঁজ


লক্ষ্মীছাড়া লগি পোঁতার লজ্জার নেই মাথা

ল‍্যাংবোটে শোনে না লাখ কথার এক কথা


শকার বকার করাই কাজ, শাপ-শাপান্তের দীক্ষা

শাঁখের করাত কেটে যায় শবরীর প্রতীক্ষা


ষষ্ঠী মা দূরেই থাকে ষাড়াষাড়ির বানে

ষোল কড়াই কানা হলো ষাঁড়ের গোঁয়ের টানে


সইয়ে সইয়ে সতিন কাঁটা, সয়ে যাওয়া আর কতো?

সর্বঘটে কাঁঠালি কলা সাতকথা কয় যতো


হকের ধনের উঠলে কথা হচ্ছে হবে করে

হত‍্যে দেওয়া হীরের টুকরো হাপিত‍্যেশে মরে




2 comments:

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...