কাল কি হবে?
"আকাশ কালো হবে মেঘে। ঝুম বৃষ্টি নামবে। সারাদিন বৃষ্টিই হবে।"
বাহ! দারুণ তো! তুমি কি করবে?
"ভিজবো। যতক্ষণ বৃষ্টি না থামে"
আর?
"আর বাগানে যেখানে জল জমবে তার ওপর ঝাঁপাবো।"
হাহাহা...
"তারপর বারান্দায় মেঝেতেই শুয়ে পড়বো ভেজা কাদামাখা গায়েই। আর ঘুমিয়েও পড়বো।"
জ্বর উঠে যাবে। নিউমোনিয়াও হয়ে যেতে পারে।
"হুম। অনেক জ্বর উঠবে। আগুন জ্বর। চোখ খুলতে পারবোনা। শুধু একটা ঠান্ডা হাতের জন্য অপেক্ষা করাটাই বুঝতে পারবো মাথায়।"
ঠান্ডা হাত! কার হাত?
"তুমি চিনবে না। আমি ঠিক চিনে নেবো জ্বরের ঘোরেও।"
https://soundcloud.app.goo.gl/R9cRD

No comments:
Post a Comment