আমি ভালোবাসি তার অসহায় মন
আর অস্তায়মান সূর্যকে
ওরা বাঁধে গোধূলির গান
আর রাঙিয়ে দেয় প্রিয়তমার মুখ
আমি ভালবাসি তার একাগ্র আঙুল
আর নীল সাদা ঢেউগুলো
ওরা বলে পৃথিবী সুন্দর
আর বুনে যায় প্রিয়তমার চোখের জল
ওদের বোলো যেন ভয় না পায় একটুও
আর একবারও যেন না ভাবে যে
ওরা অমর হবে না
https://youtu.be/rtOvBOTyX00
No comments:
Post a Comment