আবোল তাবোল
আবোল তাবোল
খোকার মুখে বোল
বাবার পাতে ঝোল
চকচকে আঁচল
টাকায় টাকায় ফোল
তক্তপোষেই কোল
দিতে হবে টোল
চল করি চল
ফেসবুকে ট্রল
রোগীর নাকে নল
জোয়ান হাতে বল
ফর্সা পায়ের মল
বুক পকেটে তোল
বল কানাই বল
কি আমার রোল
এবার জামা খোল
পাজামাটাও খোল
উচ্ছে পটল
ইলিশ রুই শোল
বাজার হট্টগোল
নদীর ওপর পোল
নালার ওপর পোল
কি পাব তাই বল
কি নিবি তাই বল
ফাটাস না ভাই ঢোল
রোল করিসনা রোল
দারুন হল বোল
ব্যাটিংও হবে বল?
বন্ধ করে ছল
কাজের কথা বল
পানি ছাড়া কল
প্রডাক্ট ছাড়া কল
তল খুঁজে দেখ তল
কৃষক গেল তল
বউয়ের চোখে জল
ঝিয়ের চোখে জল
কথাই অনর্গল
যা টিভিটা খোল
ব্যাজায় গন্ডগোল
স্ববিরোধী দল
ঝিমায় সিনেমা হল
সূর্য অস্তাচল
তবু তানের বোল
মুখটা করে গোল
গলাটাকে খোল
দোল দিয়ে যা দোল
কিংবা ফাঁসি ঝোল
ঢেকুরে অম্বল
তাও খেয়ে যা ওল
দিতেই হবে গোল
পৌঁছতে হবে গোল
যতই করিস রোল
পৃথিবীটা গোল
আবোল তাবোল
আবোল তাবোল
No comments:
Post a Comment