কি আঁকছো?
"ঘুম"
তো এমন বিচ্ছিরি রঙটা বানালে কেন?
"অনেকগুলো রঙ মেশাতে মেশাতে কখন যে বিচ্ছিরি হয়ে গেল বুঝতে পারিনি।"
অতো রঙ একসাথে গুলতেই বা গেলে কেন? তুমি তো ঠিক জান ঘুমের রঙ। জানো না?
"হুম। জানি। কিন্ত ওরা সবাই মিলে বললো এটা মেশাও। ওটা মেশাও। ওটাও একটু দাও। আরও দাও।"
ওরা? কারা?
"ওইতো ওরা। যারা সারাদিন সারারাত অদ্ভুত সব কথা বলতেই থাকে বলতেই থাকে অদ্ভুত সব গলায়। আর রাত দুপুর হলেই শুরু করে কি সব অন্য ভাষায় ফিসফিস।"
এতো কান দিও না। লম্বা একটা ঘুম দাও বরং। আগে যেমন ঘুমোতে।
"ঘুমোতেই তো চাই। কিন্তু শয়তান শ্যালডন এসে কানের কাছে চ্যাঁচায় 'বাজিঙ্গা...' "
https://youtu.be/nYh-n7EOtMA

No comments:
Post a Comment