পায়ের তলায় টুকরো টুকরো ভাঙ্গা কাঁচগুলো
শুধু বিঁধে বিঁধে যায়
রক্তক্ষরণ হয় হৃদয়ে আর যন্ত্রণায় নীল হয়ে থাকে
নীল রঙ প্রিয় বড় চিরকাল
বুদ্ধি হবার পর কোনদিন ছেলেবেলায় নীল জামাটা পাওয়া হয়নি
কেউ উপহার দেয়নি একটা নীল শাড়ি
তাই হয়তো আজও বুকেই তৈরী করি নীল রঙ সবার অগোচরে
নীলকন্ঠ পাখি দেখিইনি কোনদিন, পালক তো দূরে
লতানো নীল অপরাজিতা দেখতাম অন্যদের বাগানে দুচোখ ভরা বিষ্ময় ছুঁয়ে ছুঁয়ে
পরে জেনেছি এ নাকি নিষিদ্ধ ফুল গৃহস্থের জন্য
সে যাক
নিজেই খুঁজে খুঁজে কিনে নিয়েছি বিচিত্র নীলের সমাহার
কল্পনায় জড়িয়েছি ত্বকে ঘৃণিত নীল ভালোবাসা
জীবনের ওপারে কিছু নেই কেউ নেই
তা জানি ঠিক
জীবনের ওপারে আর কিছু নয়, থাকে শুধু স্বপ্ন
জানি
যেখানে আকাশে ওড়ে, গাছের ডালে বসে, গান গায় নীলকন্ঠ পাখি
ঘরের দেয়াল ছেয়ে থাকে নীল অপরাজিতার ঝাড়
নীল প্রজাপতির পাখনায় ভর করে থাকে বিন্দু বিন্দু উচ্ছাস
গাঢ় নীল একটা শাড়ির আঁচল ওড়ে দমকা বাতাসে
আর উড়িয়ে নিয়ে যায় সব গ্লানি ও স্থুলতা
শুধু যত্নে রেখে যায় ঘর্মাক্ত বুকের গন্ধ আর নিষ্পাপ ভালোবাসা
No comments:
Post a Comment