Sunday, January 17, 2021

স্কেচ : পনেরো

চেহারাটা আয়নায় দেখেছো? পুরো ঠুঁটো জগন্নাথের মত দেখাচ্ছে


"😁"


আবার বেহায়ার মত হাসছো?


"ঠুঁটো হলেও, জগন্নাথ তো! 😁"


বুঝিনা বাবা! তুমি যে একটা মেয়ে তাও কি ভুলে গেছ?


"চেয়েছিলাম। কিন্তু উপায় আছে? সবার মত, এই তো, তুমিও মনে করিয়ে দাও।"


জমানো টাকা সব তো শেষ করে ফেললে। এবার কি করবে?


"কি আর করবো? আবার জমাবো। আমার অনেক ধ‍ৈর্য‍্য 😁"


আরও কতোদিন লাগবে জানো? নাকি তুমি সময়ের হিসেবটাও ভুলে গেছ? আর কি জানি কি মহা মূল‍্যবান কিনবে বলছিলে?


"তা হয়তো ঠিকই। সময়ের হিসেবটা আসলেই ভীষণ গোলমেলে ঠেকছে। দাঁড়াও আবার একটু হিসেব করে দেখি...শূণ‍্য, চার, পাঁচ, সাত, দশ, চৌদ্দো, ষোল...আঠারো...বিশ..."


আরে থামো থামো। যত্তসব আহাম্মকি ফালতু হিসেব তোমার! 


"🤓"


তা কি কিনবে তা কিন্তু এখনো বলোনি। যদি বলতে তবে হয়তো কত দাম হতে পারে তা খোঁজ করে দেখতাম আর হিসেবেও সাহায‍্য করতাম। তোমার হিসেবের যা ছিরি দেখছি!


"নাহ! অতোও ভেবোনা। দামটা অনেক বেশিই আর যত দিন যাচ্ছে বেড়েই চলেছে। তাও দেখো একদিন ঠিক কিনে নেব।"


আরে বাবা! জিনিসটা কি তা তো বলো!


"নতুন কিছুনা। আমি কিনবো 'ঘৃণা'ই। এক আকাশ আর এক সমুদ্র জমে থাকা বরফ শীতল 'ঘৃণা'!"


Listen to Super Store Thought by Tahmina Aspired on #SoundCloud

https://soundcloud.app.goo.gl/wSyi6






No comments:

Post a Comment

English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...