আমার দুঃখ দিয়ে তোমাকে
বেঁধে রাখি প্রিয়
যদি পার তবে আরো আরো
দুঃখ তুমি দিও
মধু রাত শুধু রাত ভয়
চেতনার হীম অবচয়
ঘুম পরী শিয়রে বসে
আধো আধো নীল গান গায়
রাত্রিকে অন্ধকারে
ফেলে রেখে যারা চলে যায়
রাত্রির বুক চেরা সব
তারাদের ছুঁয়ে দিতে চায়
গল্পের সে রাজপুত্তুর
ধুলোঝড়ে হাতড়ে মরে
রাতপরী ঘুমপরীরা
ঝাঁক বেঁধে পথের ধারে
যদি চাও বাড়াও ও হাত
আর বাজাও কোন সুর
আমার প্রেম দিয়ে তোমাকে
ছুঁড়ে ফেলি প্রিয়
সেই প্রেমের ডানা মেলে তুমি
আরো দূরে যেও
আরো আলো আরো আলোতে
উড়ে যেও রঙিন ও প্রাণ
লাল নীল হলুদ দেশে
বাজে শুধু জীবনের গান
এখানে অন্ধ আঁধারে
চোরাবালি গুপ্ত ফাঁদে
এক ছোট অসহায় শব
গুমরে গুমরে কাঁদে
গল্পের সে রাজকন্যা
কাজ সেরে বাড়ির মুখে
চেপে আসা শহর দেয়ালে
আত্মারা মাথা ঠোকে
যদি পারো চোখে রাখো চোখ
পারো কাঁদো একবার
(ঢাকা, ২০১৬)
No comments:
Post a Comment