ছটফটে মোরগেরা যেখানে নাইতে যায়
পাহাড়গুলো নেমেছে খাড়া হয়ে ওখানে
ওরা ঝাঁপায় সোজা দেহটাকেই তাক করে
একটা অকারন বিজয়ের আনন্দে কিছুক্ষণ হাহা করে হাসে, ডুব দেয় লম্বা সময় আর বোঝায় কত দম আছে একে অপরকে
সাঁতরে যায় একটু দূরেই
তারপর ঠিক ফিরে আসে আর লুফে নেয় যত পারে বিয়ারের ক্যান
শরীর গরম করে নেয় আরো লম্বা সময় মাস্তি করবে বলে
এতো সময়ে ওদের শরীরেও জন্মে আঁশটে গন্ধ
আর দু একজন ততোক্ষণে তো উদাস হতেই পারে পড়তে থাকা সূর্যটাকে দেখতে দেখতে
আর হয়তো ভাবতেও পারে কোন নচ্ছার ভাঙ্গারি মেয়ের কথা
একটু উদার হলে হয়তো সে ঠিক নিত এই আঁশটে স্বাদটুকু আজ
https://soundcloud.app.goo.gl/ZCcy
No comments:
Post a Comment