হায় হায় ! এ কি শুনছি?
"উফ! কানের কাছে হঠাৎ চিৎকার করতে না তোমাকে নিষেধ করেছি! জানোই তো কতো ভাবনার মধ্যে থাকি। দিলে তো একদম নতুন গল্পের প্লটটা শেষ করে!"
ওহ! Sorry Sorry ! মনেই থাকে না মাঝেমাঝে। উত্তেজিত হয়ে গেলে এসব মনে থাকে?
"উত্তেজিত!!! WTF !!! তোমার আবার কি হল???"
ধ্যাৎ! শুনলাম তুমি নাকি ন্যাড়া করছো আবার মাথা?
"হুম"
আশ্চর্য তো ! কেন? বয়স কতো হলো খেয়াল আছে?
"আছে। খেয়াল আছে। ও নিয়ে তোমার না ভাবলেও চলবে।"
তা ঠিকই বলেছো। তাও। এখনই কষ্ট লাগছে শুনে। অতো সুন্দর চুলগুলো। তোমাকে কতো মানায় বলো? আর সেদিনই তো বললে এখন থেকে যত্ন করবে।
"হ্যাঁ বলেছিলাম। কিন্তু ভেবে দেখলাম এই চুলগুলোতে অশরীরি আত্মারা ভর করেছে আবার। উচ্ছেদ করতে হবে তাড়াতাড়ি।"
সব তোমার মনের ভুল। আত্মারা আবার চুলে ভর করে না কি? আর যদি করেও, সে তোমার চুল ফিরে এলে আত্মারাও আবার ফিরে আসবে।
"হা হা হা!!! আর ফিরতে পারবে না। এবারে পাকাপোক্ত ব্যাবস্থা করবো। আর মনের ভুলের কথা বলছো? তা সে মনেরই তো ভুল! নিজেরই তো মন!"

No comments:
Post a Comment