মেয়ে তুমি চাও কোন রং বলো তো?
"আমি ওই নীল চাই
সবুজ গোলাপি হলুদও চাই
বিমর্ষ ছাই চাই
সাদা চাই
কালো ভীষণ একাকী কালোও চাই"
মেয়ে তুমি কোথায় যাবে ঠিক করেছো?
"যেখানে ঝুম বৃষ্টি নামে আর মাটি খুব নরম
যেখানে সূর্যের খুব তেজ
যেখানে পাহাড়গুলো নীল মনে হয়
যেখানে গাছেরা মানুষের মতো কথা বলে"
মেয়ে তুমি স্নান করো ঠিকঠাক?
"হুম করি
যখন জোছনা নামে কিংবা বৃষ্টি হয়
জানো তো আমার জন্য অপেক্ষায় থাকে সমুদ্র"
গান জানো? নাচ জানো?
"আমি গান বাঁধি মনে মনে
আর গাই আত্মাদের কানে কানে
ঘুরে ঘুরে নাচি তার আর তালের যাদুতে
তখন একদম পা ফেলিনা মাটিতে"
মেয়ে তুমি স্বপ্নে কি দেখো?
একটা ছোট আলো সুড়ঙ্গের শেষে
আর দেখি পড়ছি অনেক উঁচু কোনো আকাশ থেকে
ঘুমাও তুমি? খাবার খাও?
"আমি ঘুমিয়ে পড়ি যখন যেখানে ইচ্ছে হয়
আর যখন খিদে পায় খাবার ঠিক পেয়ে যাই"
আর কি ভালোবাসো তুমি মেয়ে?
"একটা করুন সুর ভালোবাসি
আবছা মনে পড়ে আবার পড়ে না
ওই সুরে আছে অপূর্ব সত্য"
মেয়ে তুমি খুব বোকা না কি?
"আমি বোকা সেজে থাকি
আর একেবারে বোকাই হয়ে যেতে চাই
বোকা হলে ঠিক জানি মনে পড়বে সুরটা"
No comments:
Post a Comment