তুমি যেদিন এক শীতের রাতের আচমকা তুমুল বৃষ্টিতে খুব ভিজেছিলে তোমার লাল টকটকে চোখদুটোর দিকে তাকিয়ে আমি কোনো প্রশ্ন তো করিনি, শুধু বহু দূরে আছো জেনেও ঠিক তোমার পাশেই বসে ছিলাম।
বাতিঘরের পথে যেদিন তুমি আমার আত্মার উপর ঝাঁপিয়ে পড়েছিলে আর তাকে অপমানে ক্ষতবিক্ষত করেছিলে সেদিন তোমাকে তো বুঝতেও দিইনি যে এই ক্ষতটাকে বয়ে নিয়ে যাব আজীবন।
তোমার কামনা বাসনার চাইতে আমাদের বন্ধুত্বটা অনেক বেশি দামী ছিল
No comments:
Post a Comment