ভাবি না নশ্বর হবে এই অনুভূতি
একদিন ঝাউবনে সূর্য ডোবার ঠিক আগে বালুকায় স্থির হবে দুই চোখ
আর মুছে যাবে একে একে
প্রিয়তম সব মুখ
হৃদয় শূণ্য রয়ে যাবে
ভীত হবে চিন্তার আন্দোলন
ভুলে যাব সব ঠিকানা ও সংখ্যা
বাড়ির পথ ঝাপসা হয়ে হারাবে হাজারো পথে
আমি শুধু হতবিহ্বল হব বালিয়াড়ির ঝাউবনে
অস্তায়মান ক্লান্ত সূর্যের মুখোমুখি
প্রিয় কন্ঠস্বর প্রিয় গান প্রিয় স্পর্শ
কিছুই পড়বে না মনে
আমি সেদিন আমি হব চিরকালের আবারো
কারো যে হয় না কভু
মিলায় অজ্ঞাত অন্ধকারে
No comments:
Post a Comment