খুব তুচ্ছ কিছুর জন্যই বেঁচে থাকি হয়তো
এখানে
ছোট্ট বারান্দার বেকায়দায়
তবুও ফোটে ছোট ছোট ফুলেরা
চারাগাছ মুখ তোলে এখানে ওখানে
পোকারা আসে
পাখিরাও আসে
এত বাধা তবু গড়ে ওঠে জীবনচক্র
খুব তুচ্ছ কোনো কারণে মরে যেতে ইচ্ছে করে
তোমার চোখ, শরীরের ভাষা
আমাকে করে তোলে বেমানান
আমি চেয়ে দেখি তোমার পথ
আমিও হেঁটে চলে যাই
আমাকে যেতে হবে বহুদূর
একাই
অভিমান করে নয়
আমি চলে যেতে চাই
তোমার মুখেরই এক আলোর টুকরো নিয়ে
এই হৃদয়অঙ্গারে
খুব তুচ্ছ কিছুর জন্যই যেতে হবে বহুদূর
এখানে
ছোট্ট বারান্দার বেকায়দায়
তবুও ফোটে ছোট ছোট ফুলেরা
চারাগাছ মুখ তোলে এখানে ওখানে
পোকারা আসে
পাখিরাও আসে
এত বাধা তবু গড়ে ওঠে জীবনচক্র
খুব তুচ্ছ কোনো কারণে মরে যেতে ইচ্ছে করে
তোমার চোখ, শরীরের ভাষা
আমাকে করে তোলে বেমানান
আমি চেয়ে দেখি তোমার পথ
আমিও হেঁটে চলে যাই
আমাকে যেতে হবে বহুদূর
একাই
অভিমান করে নয়
আমি চলে যেতে চাই
তোমার মুখেরই এক আলোর টুকরো নিয়ে
এই হৃদয়অঙ্গারে
খুব তুচ্ছ কিছুর জন্যই যেতে হবে বহুদূর
No comments:
Post a Comment