Thursday, May 5, 2022

মারী : দুই

চিন্তাগুলো অবিন‍্যস্ত ছোটাছুটি করে করে হয়রান করে দিচ্ছে 

একটা গুহা ঘুরে দেখছিলাম আমরা

আমাদের হাতে ছিল আদ্দিকালের মশাল

গুহার দেয়ালে আমাদের দ্বিমাত্রিক ছবি আঁকা ছিল

আমি নাচছিলাম একটা ঠ‍্যালা গাড়ির ওপর

তোমার হাতে ফুল ছিল, চার পাপড়ির ফুল

দ্বিমাত্রিক, কিন্তু ঠিক দ্বিমাত্রিক নয়

ছবিগুলো যেন তৃতীয়, এমন কি চতুর্থ মাত্রাও তৈরী করছিল

ছবিগুলো যেন নড়ছিল, চলছিল, নাচছিল

কোন একটা সুর বাজছিল

তোমার ছবিটা যেন কিছু বলছিল

হঠাৎই তুমি আমি আর আরো বহু লোক ধুপ ধুপ শব্দ করে

পড়তে লাগলাম একটা রক কনসার্টে

তোমার কাঁধ থেকে গিটার ঝুলছে

ফ্রেইট বোর্ডে খ‍্যাপা আঙ্গুলগুলো ধেয়ে বেড়াচ্ছে

আমার হাতে অচেনা নাম লেখা প্লেকার্ড

সবাই চ‍্যাঁচাচ্ছে, আমিও

তার মধ‍্যেই নিস্তব্ধতা এক যেন

এমনই, নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পাচ্ছি

তোমার হৃৎপিন্ডটাও চলছে একই তালে

তোমার নিঃশ্বাস মুখে এসে পড়ছে আমার

গভীর চুম্বনের ভেতর তুমি বলছো কিছু একটা

আমি সায় দিয়ে চোখ বুঁজলাম 

আর এতো অন্ধকার নামলো সাথে সাথে

ডুবে যেতে থাকলাম আমি

তোমার নিঃশ্বাস, তোমার মুখটা অন্ধকারে হারিয়ে গেল

ডুবে যাবার সময় এতো অন্ধকার নামে জানা ছিলো না

আর এটাও জানা ছিলো না যে

চিন্তাগুলো অবিন‍্যস্ত ছোটাছুটি করে করে এমন হয়রান করে তোলে



Sunday, May 1, 2022

মারী : এক

শেষ টিকে ছিল অনামিকায় দু'আনার আংটিটা

কাল বিকেলে তাও যে গেছে বিকিয়ে নজর পড়েনি কারোরই

এক কিলো তুলসি মালা, দুটো সোনালি মুরগী, আধ কিলো হাড় ছাড়া গোশতো, ছোলার ডাল, এক লিটার দুধ, এক ডজন হাঁসের ডিম, ঘি, চিনি, দামি মসলাপাতি, কিছু সবজি যে সে এনেছিল কিনে, কেউ আঁচও করেনি

আজকাল বিকল যন্ত্রগ্রস্তের মতো চাপা অসুখ ও বিপর্যস্ততায় দিন কাটে সবার এই ঘরে

গতকাল দুপুরে প্রিয়তম হাতটি যখন অন‍্য দিনের মতোই সজোরে চড় কষালো

ওরা কেউ কোন শব্দই করেনি

নিরব কোন বিক্ষোভের অস্তিত্বও নেই বেশ কিছুদিন

তবু বহুদিন পর সে রাঁধলো মনের সুখে 

খাবার টেবিলে সাজালো একে একে

কম কম ঝাল, একটু মি‍ষ্টি মিষ্টি স্বাদের

সুবাসিত তুলসী মালা পোলাও, শামি কাবাব, মুরগির কোরমা, হাঁসের ডিমের কালিয়া, পাঁচমেশালি সবজি, আস্ত পুডিং

বাচ্চা দুটোকে ডাকলো আদুরে নামগুলো ধরে তারপর

আহা...

সকাল থেকে ওদের বিষ্ময় ও আনন্দের সীমা নেই আজ

বরকেও ডাকলো সেই পুরোনো আহ্লাদী গলায়

বোন চায়নার ধবধবে থালায় বেড়ে দিলো একে একে প্রত‍্যেককে

ছোট মেয়েটিকে বললো আজ নিজের হাতেই যেন খেয়ে নেয়

তারপর 

ধীর পায়ে হেঁটে গেল স্নানঘরে

দু'ফোঁটা অশ্রু গড়িয়েছে ভুল করে শুধু

কেউ দেখতে পায়নি

জলের তুখোড় শব্দে কেউ কিচ্ছু শুনতে পায়নি

ঝরনার নলটা বেশ মজবুত, পরখ করেছিল সে আগেই

একটু বেঁকে গেলেও ভেঙ্গে পড়েনি

জলের শব্দের মাঝেই এমন গভীর নিস্তব্ধতা নামতে পারে সে কি ভেবেছিল?

ভেবেছিল কি অন‍্যরাও?

ঘরময় তখনো পোলাও, কোরমা, কাবাব, কালিয়ার সুবাস ও উচ্ছাস

কম কম ঝাল, একটু মি‍ষ্টি মিষ্টি 




English Translation of Bangla Folk Song: Fakir Lalon Shah; চিরদিন পুষলাম এক অচিন পাখি; Forever I Nurtured a Mysterious Bird

 Forever I Nurtured a Mysterious Bird Forever I nurtured a mysterious bird, which never discloses its identity. For this grief, my eyes ...