সে চেয়েছিল জীবনটা সহজ না হলেও সরল যেন হয়
অন্তত
কর্মব্যস্ত, সচ্ছল, প্রায় নিশ্চিন্ত, পরিবারময়, বন্ধুময়
কিন্তু এ কি হলো!
একটা জটিল বৈশ্বিক পরিস্থিতিতে
এক জটিলতর মনস্তাত্ত্বিকতার আবর্তে
বন্দী হলো সে
শিল্প মুক্তি দিতে পারে
শিল্প বন্দীও করতে পারে
শিল্প এমনভাবে পারে
যেভাবে আর কিছু পারে না
No comments:
Post a Comment