তোমার প্রেম একটা টুকরো নিঃশ্বাসের মতো
পড়ে ছিল দরজার ধারে
শেষবার একটু স্নেহভরা চোখে তাকালে
চলে যাবার আগে
দ্বিধাময় সন্ধ্যায় আমিও ফিরেছি ক্লান্ত পায়ে
চির পুরাতন আস্তানায়
ধোঁয়া আর বাষ্পের উৎসবে হামেশাই গা গরম হলে
আধ খোলা আধ বোঁজা চোখে
আমি পড়ে থাকি সটান স্নেহের অপেক্ষায়
ওরা ছাদটা নীল রঙ করে দিলনা শেষ পর্যন্ত
ভেবেছিলাম বুনে নেব কিছু অনুকূল নক্ষত্রপুঞ্জ
মিথ্যে আর সত্যের মায়াজালে
বেশি কিছু নয়
আধ খোলা আধ বোঁজা চোখে
আমি পড়ে থাকবো সটান কিছু স্নেহের অপেক্ষায়
No comments:
Post a Comment