বস্তুগত পৃথিবী থমকে দাঁড়ায় না
বদলায় প্রকৃতি, থামে না
মানুষ চলতে শেখে, হারায় না
স্মৃতিরা মুছেও যদি বা যায়, কাল্পনিক হয়ে যায় না
ভালোবাসা ফুরিয়ে গেলে কেউ মরে যায় না কিংবা বেঁচেও ওঠে না
সত্যি আর মিথ্যে জড়াজড়ি করে শুয়ে থাকে বিছানায়
তাই বলে
সত্যিরা মিথ্যে হয়ে যায় না কিংবা
মিথ্যেরা সত্যি হয়ে যায় না
No comments:
Post a Comment