বিছানায় নীল আলোকনারা নীল নীল পরী হয়ে গান গায়
মৃদু হাসে আবার অভিমানেও গাল ফোলায়
দেখে দেখে রাত ফুরোয়
ফুরিয়ে যায় পর্দার ওপারে সকালের নরমটুকুও
হাড় মাংসের শরীর জুড়োতে জুড়োতেও জুড়ায় না
ক্লান্ত দুচোখ ঘুমোতে ঘুমোতেও ঘুমায় না
কবিতারা চিরনিদ্রা যায় বইঘরে
নিয়ম করে গলা সাধার দিন পড়ে থাকে নিষিদ্ধ শহরে
আর ভালোবাসার শবদেহ সেই তো কবে গেছে ভাসানে
ভাবি
বেহুলার মতো আশা নিয়ে যারা বাঁচে তাদেরও কি জোটে প্রেম?
নাকি প্রপঞ্চক সময়ে সমগ্র জীবন কেবলই নাছোড় শবযাত্রা?
বিছানায় নীল আলোয় কঙ্কালদের সাজানো গোছানো সংসার পাতা
শব্দহীন উইপোকারা গোগ্রাসে গিলে নিচ্ছে উষ্ণতার শেষটুকুও
সবকিছু ক্ষয়ে যায় উবে যায় শেষে উপেক্ষিত সত্যের মতো
পরীদের গানে তবু ফুটে ওঠে অপার বিস্ময়
No comments:
Post a Comment