চোখ বুঁজে দেখি এক অনন্য ঘোরে
বৃদ্ধ বিবস হয়েছো তুমি
স্থির ধুসর ছায়াটিও ক্লান্ত হয়েছে দেয়ালের ওপর
অস্ফুট হাসিটুকু ফুটে ওঠে কোঁচকানো ঠোঁটে তোমার
চোখের কোণে অশ্রুবিন্দুও ওঠে ফুটে
আবছা ও প্রকট সমস্ত স্মৃতির কোলাহলে
গ্রহণ করেছো কারো অব্যক্ত ভালোবাসা
নিঃশব্দে...
No comments:
Post a Comment