নিদ্রাহীনতার রাতে ঝনঝনে ঠনঠনে মাথা
হৃদয়ের ব্যাথা কিছুই নয়
দাঁতের ব্যাথা যখন মরন কামড় দেয়
কুলোর ঝাড়ায় প্রেম উজাড়
নিমগ্ন আত্মা দিন গোনে
এক দুই তিন চার পাঁচ...
হা ভোলানাথ
পারবে একবার মাথায় তুলে নাচতে আমায়?
কিংবা ফুঁ দিয়ে উড়িয়ে দিতে
পালকের মতো
সহস্র মণ ঘি পুড়ুক বা তেল
পড়ে থাকে তো সেই ছাই
শৈশবে সিলগালা, কৈশোরে নিষেধাজ্ঞা, যৌবনে গ্লানি
পাহাড় দেখতে গিয়েছিলাম
পাহাড়ও দেখলো আমাকে
তারকাঁটা বেঁধা হৃদয় নিয়ে ফিরেছি তারপর
ঘুম আসে না
মাথা ঠনঠন ঝনঝন করে
দাঁতে অসহ্য যন্ত্রণা
No comments:
Post a Comment