এখানে শিকারীদের জটলা
ওখানে শবেদের ভীড়
যদি বলো অন্য কোথাও পালাবো
একটা প্রশ্নও না করে বিক্রি করবো
শরীরের বদলে শরীর
বর্ষার ঝুম বৃষ্টিতে ভিজতে পারি তারপর
সর্দি কাশি জ্বর সব সয়ে নেবো
সয়ে যাবেও হয়তো
যদি দাবী করো
উন্মাদ শরীরের বদলে উন্মাদ শরীর
বৃষ্টির পর ভিজে চুলে অপেক্ষা করবো নাহয়
নাটকীয় রৌদ্রের জন্য
স্বপ্নময় রঙধনুর জন্য
যদি মাথা রাখতে দাও কাঁধে
উন্মুক্ত বালুকাবেলায়
আর নিঃশব্দেই চেয়ে নাও
পবিত্র শরীরের বদলে পবিত্র শরীর
No comments:
Post a Comment