মৃত্যুময় সময়ে এক এক টুকরো জীবন হয়ে সে ফিরে ফিরে আসে
অপূর্ব কোন আঁকুতিতে ছেদ ঘটিয়ে
ঘুম ভেঙে যায় বারবার
বাস্তব ছেয়ে থাকে
অস্পষ্ট ও অসামপ্ত আদিম নিষ্পাপ প্রেম
এই দেহ জানে
জানে অবুঝ প্রাণময় নতুন সকাল
গ্রহন করে যে অকপটে নগ্ন প্রতিচ্ছবি
নিষ্কলঙ্ক সে প্রতিটি আলোকরশ্মির মতো
No comments:
Post a Comment