ওরা ডাকতো একে অপরকে অদ্ভুত সব নামে
শব্দগুলো নিখুঁত ও পরিমিত রাখতো সচেতনভাবে
ওদের চোখে লুকিয়ে থাকতো পৌরানিক স্তব্ধতা
বাইরের পৃথিবী পরিপাটি সাজিয়ে রাখা ছিল
আর ওরা হেঁটে হেঁটে আসতো গোলাপের পাপড়িদের মাড়িয়ে প্রতি সন্ধ্যায়
এতো রঙিন আলোয় ভরে থাকতো চারপাশ আর ভরে থাকতো লাল মদিরার গ্লাসগুলো অমলিন সৌহার্দ্যের আবেশে
আকাশে রকেট আর তারাবাতির উচ্ছাসের মাঝে কেউ অজান্তেই ফেলেছিল দীর্ঘ্য নিঃশ্বাস হঠাৎ
নিয়তি অপেক্ষায় ছিল
আলো সব নিভে গেল আকাশে, মাটিতেও
আর ওরা দাঁড়িয়ে রইলো মুখোমুখি নিয়তির পাশার ছকে
No comments:
Post a Comment