কোন কোন সকাল এমনই
মনে হয় এ আলোর উচ্ছাস নিষিদ্ধ
এ বিধ্বংসি আলো যেন ঝলসে দেবে
অন্ধ করে দেবে দুইচোখ
অতৃপ্ত ক্লান্ত বিষাদগ্রস্ত শরীর আর
হৃদয়জোড়া স্থির অন্ধত্ব
বয়ে বয়ে যাওয়াই হল চির ঐশ্বরিক সত্য
সকালের তপ্ত রোদ ও বিস্তৃত উজ্জ্বল আলো
আমায় আর আমার ঈশ্বরকে ক্ষমা কোরো তোমরা
No comments:
Post a Comment