তরতাজা চিন্তা নয়
এ সকালে বয়ে এনেছি
প্রবল দু:স্বপ্নের ঘোর
মগজে দূর্বিসহ স্নায়বিক যুদ্ধের ক্ষত
আত্মচিৎকার যেন এখনো ভর করে আছে কন্ঠ তারে আর কানের পর্দায়
আর বুকের ভেতর চেপে আছে প্রাচীন কোন আতঙ্ক
বিরক্ত করবো না কাউকে
কারো শান্তি যেন হয় না বিঘ্নিত
কিচ্ছু চাই না আমার
যে যেখানে আছে শুধু ভালো থাকুক
No comments:
Post a Comment