আমি তো ঘুমিয়েই ছিলাম
দুষ্টু পাখিটা ধমকে ধমকে বলে উঠলো
"এ্যাই তুমি উঠো...
এ্যাই তুমি তাড়াতাড়ি উঠো।"
আমি তটস্থ হয়ে চোখ মেললাম
জানি, দুষ্টুটা বলেই ফুড়ুত
এমন সুপ্রভাত বহুদিন পরই শুনতে পেলাম
এবার থেকে কি তবে এই পিচ্চি পাখিরাও আমাকে শাসন করবে???
বাহ!!! ভারি মিষ্টি তো!!!
No comments:
Post a Comment