ওরা আমাকে সারাক্ষণ বলে "চুপ করো! চুপ করো!"। আমি যখন জিজ্ঞেস করি "কেন চুপ করবো? আমি কি মিথ্যা বলছি?", তখন ওরা বলে "না। মিথ্যা বলছো না। কিন্তু তুমি ভুল বলছো"।
এই ঘরের অন্ধকারে আরো গভীর অন্ধকারের গহীনে এই আমি বসে রইলাম।
কে আছো???
আমাকে শেখাও সত্য এবং সঠিকের প্রভেদ।
আমাকে শেখাও মিথ্যা আর ভুলের প্রভেদ।
একটা নিস্তব্ধ স্তব্ধ জড় মৃত প্রতিবাদ বুকে নিয়ে এই আমি বসে রইলাম।
কে আছো???
আমাকে নাড়াও।
একটা স্নায়বিক ধুনে রাতদিন এই আমি নেচে যাচ্ছি আর গলাও মেলাচ্ছি।
কে আছো???
আমাকে থামাও।
https://soundcloud.app.goo.gl/8a5KA

No comments:
Post a Comment