গোলাপরা কি নিজেদের মধ্যে বন্ধুত্ব করে?
হুম! কেন নয়?
ওরা অবাক হয়ে দেখে একে অন্যকে
মুগ্ধ প্রশংসায় অনুভব করে রঙ, সৌরভ আর দুঃখ
ঈর্ষা নয়, ব্যাথা নয়, কি এক শূণ্যতায় আনত গোলাপদের অস্তিত্ব
পাশাপাশি চোখ খুলে, চোখ বুঁজে থাকে ওরা
রৌদ্রের বিশ্বাসে কুয়াশাগ্রস্ত অচল দুপুরে
গোলাপদের জন্ম, দিনকাল ও মৃত্যুর গল্প শহরের বারান্দায় আজকাল
কাল যে তপ্ত সূর্য আসবে সে জেনে নেবে নিশ্চই
No comments:
Post a Comment