মাঝ রাত্তিরে মন ভেবে বলে
কিছু তো ভুল হয়েছে
অবুঝ পৃথিবী কি গভীর কালো
না জেনে বৈরী হয়েছে
যে জীবন তুমি চেয়েছিলে
সে আজ হারিয়ে গেছে
শূন্যতায় হাত বাড়িয়ে
যে বিমূর্ত চেতনাকে
ফিরে পেতে চাই
ফিরে আসে না কিছুতেই
ফিরে আসে না সময়
আমার স্বপ্নগুলো ভেঙ্গে যায়
আমার গল্পগুলো থেমে যায়
ফেরে না সে প্রেম
ফেরে না অনুভুতি
নিথর স্তব্ধতায় দৃষ্টি থেমে যায়
ভুলে ভরা সাদা দেয়ালে
বিষাদের রঙ অগভীর ক্ষীণ
কাতর মিথ্যে খেয়ালে
যে জীবন দুচোখে চাই
অন্ধতায় হারিয়ে গেছে
আরো কোনো গভীর রেখা
প্রিয়তম স্মৃতির পাতায়
পড়ে নিতে চাই
ফিরে আসে না কিছুতেই
ফিরে আসে না সময়
আমার স্বপ্নগুলো ভেঙ্গে যায়
আমার গল্পগুলো থেমে যায়
ফেরে না সে প্রেম
ফেরে না গভীরতা
(ঢাকা, ২০১৫)
No comments:
Post a Comment