ভেবে ভেবে কাটলো সময়
আমি বলি আর ভেবো না
চাঁদ উঠেছে দেখবে চলো
আর কোনো কথা বলোনা
দক্ষিণা হাওয়া এসে গেয়ে যাবে গান
রুপোলি আলোর রেখা ছুঁয়ে দেবে প্রাণ
ছড়িয়ে দেবে মেঘেরা ডানা
আহা...
আলো আর আঁধারের আকাশ
মায়াজাল ছেঁড়া গেলো না
চোখে চোখে হলো যে কথা
মুখে কিছু বলা হলো না
দক্ষিণা হাওয়া এসে গেয়ে গেলো গান
রুপোলি আলোর রেখা ছুঁয়ে দিলো প্রাণ
ছড়িয়ে দিলো মেঘেরা ডানা
আহা...
(ঢাকা, ২০১২)
Listen to Bhebe Bhebe Katlo Shomoi by Tahmina Aspired on #SoundCloud
https://soundcloud.app.goo.gl/TYSoa
No comments:
Post a Comment