জানি আমার আজ
আর কেউ নেই তাই
আমিও কারো নই
একা একা তাই জাগি
রাত জাগে চারিপাশে
ছায়া হয়ে তাই
আমিই শুধু রই
ঘর ছাড়া কেউ আছো?
ভালোবেসে হেরেছো
আকাশকে ভেবেছো
চেতনার নীল ছাদ
ভাঙ্গা মন কেউ আছো?
স্বপ্ন দেখেছো
বহুদূর ছুটে গিয়েছো
পেলে কি মরিচীকা ফাঁদ
জানি হারাবার আজ
আর কিছু নেই তাই
বিবস হয়ে রই
জানলার ওপাশে
স্মৃতি কালো ধোঁয়ারা
আমাকে দিতে চায়
কান্নার ফোয়ারা
আমার সাদা দেয়াল
শুধুই সাদা দেয়াল
দৃষ্টি থেমে যায়
কেটে গেল কতো কাল
জানি অভিমান আর
আমাকে পোড়ায় না তাই
অমর হয়ে রই
(ঢাকা, ২০১৬)
No comments:
Post a Comment