কাচ্চি বলে হাঁচ্চি দেবো
বাঙাল বাপের পো
আমি হলাম সাচ্চা মুঘল
রেডি সেট গো
কোভিড দিনে অলস বেড়াল
লেপের তলে শো
হোমে পাবি ডেলিভারি
দুশ্চিন্তা নো
নো চিন্তা ডু ফুর্তি
পারলে দিবি ক্যাশ
নইলে দিবি ক্রেডিট কার্ড
অ্যারেঞ্জমেন্টে ব্যাস
হায়দ্রাবাদি লক্ষ্মই
কোলকাতা বা ঢাকাই
যেটা চাবি সেটাই পাবি
ছাড়তে হবে টাকাই
রেস্টুরেন্ট না হোমমেইড
বাসমতি না পোলাও
মেনু দেখে বেছে নিয়ে
ফুডপান্ডা বোলাও
কে বাধা দেয় কার বা সাহস
সকাল দুপুর সন্ধ্যাতে
লজ্জা কিসের ব্যস্ত থাক
গান্ডে পিন্ডে গেলাতে
স্বাদে গন্ধে বন্ধ থাকুক
দুই চোখ দুই কান
কোথায় শোকের উঠলো মাতন
কার ক্ষুধার্ত প্রাণ
কে পঁচছে হাসপাতালের
বারান্দাতে শুয়ে
কে চলেছে অনিশ্চিতে
শেষ সম্বল খুইয়ে
কার গায়ে নেই কাঁথা কম্বল
কার গায়ে নেই জামা
কে খুইয়েছে মানসম্মান
কে ধরেছে ধামা
কে নেমেছে ঘুচিয়ে দিতে
বাংলাদেশের মুখ
কে পেয়েছে ঘরে বাইরে
ধর্ষন করার সুখ
কে হয়েছে মাতব্বর
কে হয়েছে প্যাঁচা
কচি বধু পেল আবার
কোন ধামড়া চাচা
কে ঝাড়া দেয় হাত পা গুলো
কার হালকা ঘাড়
কে গিয়েছে কলসি গলায়
খেয়া নদীর পাড়
কোন শিশুটি নতুন এলো
ধোলাইখালের তীরে
কোন শিশুটি অবাক হারায়
গুলিস্তানের ভীড়ে
কে দান মারে শেয়ার খানায়
নতুন ছক কষে
শেরের ওপর শোয়া শের
পাকাটা টসটসে
কে খেয়ে নেয় রাস্তাঘাট
ব্রিজ কালভার্ট নদীও
কে পেয়ে যায় নতুন প্রাসাদ
তারই সাথে গদিও
কার সোনা মুখ চুন হয়ে যায়
কার হয়ে যায় ইয়ে
রাজনৈতিক অরজিতে
কার হয়ে যায় বিয়ে
কে সাফ করে ঘর ও দুয়ার
কে সাফ করে রাস্তা
কোন মেয়েটা জাতে ওঠে
কোন মেয়েটা সস্তা
কোন মেয়েটা বিড়ি ফুঁকে
কোন মেয়েটা মদ খায়
কে গিয়েছে বাঘের পেটে
কেই বা আবার সোনা পায়
কে করছে বন উজাড়
কে লুটেছে ভান্ডার
কে হয়েছে গোল্ডম্যাডেলিস্ট
কে হয়েছে আন্ডার
কে করেছে হতাশাকে
প্রাণের প্রিয় সঙ্গী
কে পড়েছে নতুন প্রেমে
কে হয়েছে ঢঙ্গী
কার ঘরে আজ ভাত চড়েনি
কার ভেগেছে বর
কে পড়লো গাড়ির তলে
কার বা মরন জ্বর
কোন শিল্পী একলা ঘরে
নিজের হাতে কামড়ায়
কে ভুগে যায় মরন ব্যাধি
কে ফোঁটে সুঁচ চামড়ায়
কারা করে চড়ুইভাতি
কারা করে পার্টি
কারা গেছে করতে মিছিল
কার হাতে রয় বাটি
কারা আবার ফন্দি করে
আগুন লাগায় বাসে
এরা আবার কারা রে
কোত্থেকে সব আসে
খাবি দাবি কলকলাবি
জীবন তো একখান
পকেট ভরা টাকা আছে
চুকিয়ে দিবি দাম
কার খাস কার বা পরিস
কিসের এতো চিন্তা
যতো পারিস কাচ্চি খেয়ে
সুখে কাটা দিনটা
No comments:
Post a Comment