কি গান শুনছো
"মিথ্যের আর সত্যের গান"
এ্যাঁ !!!
"হ্যাঁ!"
তুমি এতো হেঁয়ালি কি করে যে করো কে জানে? ইংরেজী গান শুনছো বললেই তো পারো।
"😎! Yesssssss! I m English! 😎"
সবসময় মজাই করো। আবার দেখি মাঝেমাঝে ভ্যাভ্যা করে কাঁদোও। ডাক্তার দেখাও বুঝলে।
"OKAY😎! DOKAY😎!"
বাবারে বাবা! ভালো কথা বললেও পঁচাও। তা এই ইংরেজি গানে আবার কিসের সত্য মিথ্যা খুঁজে পেলে?
"না শুধু ইংরেজি গানে না, সব ভাষার গানেই, যেমন ধরো, ভালবাসার মানুষকে "Perfect" মনে হতে পারে, হয়তো নাও হতে পারে। আবার ধরো ভালোবাসার মানুষ বাড়িতে এলে আঙিনায় ফুল ফুটতে পারে সাথে ঝুম বৃষ্টিও নামতে পারে কিন্তু উল্টোটাও তো হতে পারে!"
https://soundcloud.app.goo.gl/Hgp7U
No comments:
Post a Comment