নীল আলো জ্বেলে লাভটা কি হলো? সেইতো মন খারাপ করেই বসে রইলে।
"একে মন খারাপ করা বলে না। মনটা একটু ভারি হয়ে আছে ঠিকই তবে এখন ভাবছি। এভাবেই ভাবতে হয়।"
আর কতো ভাববে? জীবনের অর্ধেক তো ভেবেই পার করে দিলে।
"হুম। তাই বলেই না এতো চারদিকে ঘুরঘুর করো।"
তা করি। তবে এবারে ভাবছি আমিও ভাবা শুরু করবো।
"বেশতো ভাব। ভাবা দরকার। ভাবা প্র্যাকটিস করো।"
No comments:
Post a Comment