আতসবাজি পুড়ছে
বজ্রের মতো ফাটছে
আকাশ জোড়া আলো
ঝড়ের মতো
নক্ষত্রের মতো
ধুমকেতুর মতো
সাদা হলুদ লাল সবুজ নীল
দ্বীধাহীন উৎসব উত্তেজনা আর আক্রোশেও যেন উগ্র আকাশ
মাটি থেকে আকাশে মানুষের চির উজাড় সম্পর্কের উন্মত্ত প্রকাশ
মানুষ উর্ধমূখী উন্মাদচিত্ত
জীবনের বৈভব নিয়ে আপ্লুত চিৎকারে
নারী পুরুষ শিশু বৃদ্ধ
লক্ষ কোটি সংখ্যাহীন
যা গেছে তা যাক
যত সুখ যত দূঃখ ছিল আছে থাকবে
জীবন্ত আত্মচিৎকারে আলো ও শব্দের তান্ডবে সংগীতের তালে তাদের চির সার্থকতা খুঁজে পাক
কি দেবে কি নেবে কত মূল্যে
তাতে নয় কারো প্রাণ চিন্তিত
চির বহমান চির অক্ষয় সময়ের টানে
অগুনতি নারী আগুনতি পুরুষ
মেতে উঠেছে সৌর জগতের অংশ হয়ে
ভালোবেসে আবাহনে দুহাজার একুশ
https://soundcloud.app.goo.gl/uo5N
No comments:
Post a Comment