একদিন যুদ্ধও থেমে যাবে
জেনো
সবকিছুরই তো একটা শেষ
আছে
জানালায়, ছাদে,
বারান্দায়
ভয়হীন পায়রারা আদুরে
কাকলিতে
তোমাকে করবে সম্ভাষণ
মানুষের কর্মযজ্ঞ ছিনিয়ে
আনবে
অর্থনৈতিক অগ্রগতি
সমাজও পাল্টে যাবে হয়ত
যেমনটা তুমি চিরকাল চেয়েছ
নিষ্কলঙ্ক উদ্যান হতে
বয়ে আসবে নির্মল সুগন্ধী
পবন
তোমার রক্তাক্ত হৃদয়
শীতল হবে প্রিয়তম
সংগীতের মূর্ছনায়
আরামকেদারায় গা এলিয়ে
ভদকার গ্লাস হাতে ভাববে
গৌরবময় যুদ্ধের দিনগুলি
আর মনে পড়বে কারো এক মুখ
পাপী নিষ্ঠুর সময়ের
নির্যাস নিয়ে
সে একদিন গোলাপ ফোটাতে
চেয়েছিল
One
day this war will be ended too
Obviously
everything has a dissolution you know
On
the window, on the roof, in the balcony
Fearless
pigeons
Will
greet you with darling mumbles
People’s
interminable hard work will bring
Economic
development
May
be the society will revolt too
The way
you wanted it to be all your life
From
the upright grove
Pure
and perfumed breeze will come
Your
bleeded heart
Will
be cooled down with the dearest melodies
Sitting
on a cozy divan
Holding
a glass of vodka you will be thinking
About
those glorious days of war
And you
will reminisce someone’s face
With
the gist of a sinful and brutal time
One
day she wanted to bloom a rose
No comments:
Post a Comment